AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনলাইন কেনাকাটা: কেমুতে পাওয়ার ব্যাংকে বালি!


Ekushey Sangbad

০৪:৫৮ পিএম, জুলাই ২৯, ২০১৫
অনলাইন কেনাকাটা: কেমুতে পাওয়ার ব্যাংকে বালি!

একুশে সংবাদ : বহির্বিশ্বে অনলাইনে কোন কিছু কিনে কাঙ্ক্ষিত প্রোডাক্ট না পাওয়ার ঘটনা মাঝে মধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়। এবার বাংলাদেশেও ঘটেছে এমন ঘটনা। বহির্বিশ্বে অনলাইনে কোন কিছু কিনে কাঙ্খিত প্রোডাক্ট না পাওয়ার ঘটনা মাঝে মধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়। এবার বাংলাদেশেও ঘটেছে এমন ঘটনা। বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠান কেইমু (kaymu.com.bd) বাংলাদেশে এক ক্রেতার কাছে পাওয়ার ব্যাংকে বালি ভোরে পাঠিয়েছেন। টাঙ্গাইলের ছেলে তাপস মীর্জা এমন ঘটনার মুখোমুখি হয়ে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, “গতকাল অনলাইন থেকে ১টা mi 10400mah powerbank কিনি। যেটা তারা original replica নামে বিক্রি করে। দামও ৫২০ টাকা যেখানে আসলটার দাম ২০০০ টাকা। আমি জানতাম যে এটার পারফরমেন্স ভাল হবে না। আমার উদ্দেশ্য ছিল এটার ভিতরের ৪টা ব্যাটারি বের করে সেটা অন্য কাজে লাগানো। যাই হোক, পাওয়ার ব্যাংকটা খুলে অবাক হলাম। ৪টা ব্যাটারি ঠিকই আছে কিন্তু তাদের ৩টায় কোনো কানেকশন নাই। আমি ওই ৩টার ১টা খুলে ভোল্ট মাপলাম। কোনো ভোল্ট বের হচ্ছে না। সন্দেহ করে ১টা ব্যাটারি ভেঙ্গে ভিতরটা খুললাম। ভিতরে শুধু বালি ভরা।” তাপস মজা করে লিখেছেন, “পাওয়ার ব্যাংকের ভেতরে অনেক ভাল মানের বালি ছিল। ভাবছি এরপর নির্মাণকাজে ওই পাওয়ার ব্যাংক ব্যবহার করবো। যাই হোক, আমি এটা কিনেছিলাম kaymu.com.bd এর prottasa নামক সেলারের কাছ থেকে। এর আগেও আমি অনেক অনলাইন শপিং করেছি। কিন্তু এইরকম জালিয়াতি কেউ করে নাই। তাই সস্তা কিছু কেনার আগে সাবধান।” সূত্র : প্রিয় টেক
Link copied!