AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেলসির কাছে টাইব্রেকারে হারল বার্সা


Ekushey Sangbad

১০:৪৮ এএম, জুলাই ২৯, ২০১৫
চেলসির কাছে টাইব্রেকারে হারল বার্সা

একুশে সংবাদ : লড়াইটা ছিল দুই চ্যাম্পিয়ন দলের। গত মৌসুমে নিজ নিজ দেশের লিগ, কাপ জিতেছিল বার্সেলোনা ও চেলসি। অবশ্য বার্সা চ্যাম্পিয়নস লিগও, অর্থাৎ ট্রেবল জিতেছিল। প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দুই দলের ম্যাচটিও তাই চ্যাম্পিয়নদের মতোই হলো। ম্যাচের শুরুতে চেলসি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের ব্যবধানে দুই গোল করে লিড নিয়েছিল বার্সা। তবে শেষ মুহূর্তের গোলে সমতায় চেলসি। এরপর টাইব্রেকারে জয়টাও ইংলিশ জায়ান্টদের। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে হারে বার্সা। টাইব্রেকারে বার্সার হয়ে গোল মিস করেন হ্যালিলোভিচ। আর জেরার্ড পিকের শট ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক থিবো কর্তোয়া। এর ফলে টানা দুই ম্যাচে ইংলিশ ক্লাবের কাছে পরাজয়ের তিক্তটা পেল বার্সা। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আর আজ চেলসির কাছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচটি। দুই চ্যাম্পিয়ন দলের খেলা দেখতে এদিন গ্যালারিতে হাজির হয়েছিলেন ৭৮ হাজারেরও বেশি দর্শক। চেলসি পূর্ণশক্তির দল নিয়ে নামলেও এই ম্যাচেও ছিলেন না বার্সার সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমার। তবে এই দুজন না থাকলেও ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের নবম মিনিটে আক্রমণে যায় চেলসি। বক্সের ভেতর বল পেয়ে শট নিয়েছিলেন অস্কার। কিন্তু এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন। তবে পরের মিনিটেই অসাধারণ এক গোলে চেলসিকে এগিয়ে দেন এডেন হ্যাজার্ড। সম্পূর্ণ একক নৈপুণ্যে গোলটি করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। বক্সের অনেকটা ওপরে হ্যাজার্ডকে পাস দেন কুর্ট জোওমা। সেখান থেকে বার্সার দুই খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক শটে স্টেগেনকে ফাঁকি দেন হ্যাজার্ড। শুরুতেই পিছিয়ে পড়া বার্সা ম্যাচের ১৫ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করে। বক্সের ভেতর ঢুকে শট নিয়েছিলেন ইভান রাকিটিচ। তবে তার শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া। এরপর ২৬ মিনিটে লিড দ্বিগুণ হতে পারতো চেলসির। কিন্তু অস্কারের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। ৩১ মিনিটে সুয়ারেজের শট ঠেকিয়ে দেন কর্তোয়া। ৩৬ মিনিটে সুয়ারেজের আরেকটি প্রচেষ্টা রুখে দেন চেলসির এই গোলরক্ষক। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা। বিরতির পর দারুণভাবে ম্যাচে ফেরে বার্সা। ৫২ মিনিটে দলকে ১-১ গোলে সমতায় ফেরান সুয়ারেজ। বার্সা তারকার গোলটিও ছিল দেখার মতো। বক্সের ভেতর উড়ে আসা বল হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন চেলসির জোওমা। তবে সেখানেই বল পেয়ে যান সুয়ারেজ। কিন্তু তার সামনে বাধা হয়ে দাঁড়ায় চেলসির গোলরক্ষকসহ তিন খেলোয়াড়। ডান পায়ের টোকায় সবার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার। ১৪ মিনিটের ব্যবধানে লিড নেয় বার্সা। ৬৬ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন সান্দ্রো রামিরেজ। রাফিনহার পাস থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সি এই স্ট্রাইকার। এরপর জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বার্সা। তবে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে চেলসিকে ২-২ গোলে সমতায় ফেরান গ্যারি কাহিল। উইলিয়ানের ফ্রি-কিক উড়ে এসেছিল বার্সার বক্সে। পোস্ট ছেড়ে উঠে গিয়ে বলটি বিপদমুক্ত করতে চেয়েছিলেন স্টেগেন। এই সুযোগে হেডে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন কাহিল। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে চারটি শটেই বল জালে জড়ান চেলসির ফ্যালকাও-রামিরেস-ভিক্টররা। আর বার্সার পিকে ও হ্যালিলোভিচ গোল মিস করলে ৪-২ ব্যবধানের জয় পায় চেলসি।       একুশে সংবাদ ডটকম/শান্ত/২৯.০৭.০১৫
Link copied!