AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘মেয়েদের বিয়ের বয়স ১৮ নড়চড় হবে না’


Ekushey Sangbad

০৭:৪৯ পিএম, জুলাই ২৮, ২০১৫
‘মেয়েদের বিয়ের বয়স ১৮ নড়চড় হবে না’

একুশে সংবাদ : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই থাকবে। এর কোনো নড়চড় হবে না।’ মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ব্র্যাক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ‘বাল্যবিবাহ নির্মূল করণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপত্বি করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস ডাইভারসিটি এন্ড মাইগ্রেশন প্রোগ্রামের পরিচালক শিপা হাফিজ। বিশেষ আলোচক ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বাংলাদেশ পুলিশের ডিআইজি মিলি বিশ্বাস, সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা চৌধুরী, উইমেন ফর উইমেন-এর চেয়ারপারসন জাকিয়া হাসান, উন্নয়ন সহযোগি সংস্থা ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সারা কুকি এবং গণমাধ্যমকর্মী ফারজানা রূপাসহ নিকাহ্ রেজিস্ট্রার (কাজি), ধর্মীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিরা   একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫
Link copied!