AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সড়ক দুর্ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই’


Ekushey Sangbad

০৭:৩৯ পিএম, জুলাই ২৮, ২০১৫
‘সড়ক দুর্ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই’

একুশে সংবাদ : সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মামলা হলেও মালিক বা চালকের দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই। বেশিরভাগ ক্ষেত্রে গাড়ির চালক বা মালিকের বিরুদ্ধে ২০ ভাগ নিয়মিত আর ৮০ ভাগ অপমৃত্যু মামলা হয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজ্জামেল হক। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্স ইস্যু পদ্ধতি পরিবর্তন, গাড়ির ফিটনেস পদ্ধতি ডিজিটাল করা, বেপরোয়া গতি বন্ধসহ আইনের যথাযথ প্রয়োগের দাবিতে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আজ পর্যন্ত সড়ক দুর্ঘটনার মামলায় মালিক বা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এর প্রবণতা দুর্ঘটনা বৃদ্ধিকে আরো উস্কে দিচ্ছে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকার সম্পদহানি ও আট থেকে ১০ হাজার প্রাণহানি ঘটে। নিহত ও পঙ্গু হওয়া যাত্রীদের মধ্যে ৫১ শতাংশই থাকেন যারা পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান বলেন, সারা দেশে তিন লাখ অবৈধ নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ও তিন লাখ ১৪ হাজার ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলতে দিয়ে নিরীহ যাত্রীদের হত্যা করা হচ্ছে। ঢাকা মহানগরীর এক লাখ ২২ হাজার যানবাহনের মধ্যে ৩৩ দশমিক ৭২ শতাংশ ফিটনেসবিহীন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির অর্থ-সম্পাদক মাহামুদুল হাসান, আজাহারুল আলম, হাবিবুর রহমান প্রমুখ।     একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫
Link copied!