AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রুটিনের বাইরে কল্যাণকর কাজ করতে ডিসিদের প্রতি নির্দেশ: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad

১১:৪৪ এএম, জুলাই ২৮, ২০১৫
রুটিনের বাইরে কল্যাণকর কাজ করতে ডিসিদের প্রতি নির্দেশ: প্রধানমন্ত্রী

একুশে সংবাদ : রুটিন কাজের বাইরে মানুষের কল্যাণে কাজ করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ সাধন। এটা মাথায় রেখেই কাজ করতে হবে এবং সরকারের সব কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। মানুষের আয় বেড়েছে। রিজার্ভ ৬ গুণ হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশের উন্নয়ন বেশি হয়েছে এবং তা এখন দৃষ্টান্ত হিসেবেও বাংলাদেশের নাম উঠে আসছে।’ শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে দায়িত্ব নেয়ার পরই আমরা দেশের বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছিলাম। যার ফলে ব্যাপক কর্মসংস্থান হয়েছে। মানুষ এখন তার সুফল পাচ্ছে। আমরা প্রতিদিনই উন্নতি করছি।’ তিনি বলেন, ‘আমরা যে উন্নয়ন করছি তাতে ধনী-দরিদ্রের ব্যবধান হ্রাস পাচ্ছে। সরকার গ্রামীণ অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা এজন্য বহু কর্মসূচি হাতে নিয়েছি। চলতি বাজেটেও এই খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। এক্ষত্রে বাজেট চারগুণ বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশে একেক এলাকায় একেক পণ্য বেশি উৎপাদিত হয়। আমাদের মাটি উর্বর। আমরা দেশের বিভিন্ন স্থানে সাইলো (গুদাম) নির্মাণ করছি- যাতে ২/৩ বছর খাদ্যশস্য নিরাপদে রাখা যায়। দেশের চাহিদা মিটিয়ে আমাদের খাদ্যশস্য বাইরে রপ্তানির সুযোগ রয়েছে। সেদিকে দৃষ্টি রাখতে হবে।’ শিক্ষাখাতের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ শিক্ষা ছাড়া উন্নতি হয় না। প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিছু কিছু দেশ/সংস্থা এ ক্ষেত্রে সহায়তা দিচ্ছে। আমরা নিজস্ব অর্থেই এখানে প্রকল্প নিতে পারি।’     একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫
Link copied!