AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ আগস্ট থেকে মহাসড়কে অটোরিকশা এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ


Ekushey Sangbad

১০:১৫ এএম, জুলাই ২৮, ২০১৫
১ আগস্ট থেকে মহাসড়কে অটোরিকশা এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ

একুশে সংবাদ : আগামী ১ আগস্ট থেকে মহাসড়কে অটোরিকশা এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। সোমবার সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক নিরাপত্তা বিধানে এ আদেশ ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গত ২২ জুলাই সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে এক সভায় মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়। অটোরিকশার কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে সম্প্রতি আলোচিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ওই বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘মহাসড়কে নতুন উপসর্গ সিএনজি অটোরিকশা, যা সেকেন্ডের মধ্যে দুর্ঘটনায় পড়ে। এগুলো মহাসড়কে খুব বেশি হারে চলে এসেছে। এ সকল অটোরিকশা দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই দুর্ঘটনা রোধে মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ উল্লেখ, গত বছর হাইকোর্ট বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, ভটভটি না চালানোর নির্দেশ দেয়। গত ঈদের আগে-পরের কয়েকটি দুর্ঘটনার পর মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়ার কথা জানান মন্ত্রী ওবায়দুল কাদের।       একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫
Link copied!