AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলার ‘আইটেম’ কন্যারা


Ekushey Sangbad

১১:৫২ এএম, জুলাই ২৭, ২০১৫
বাংলার ‘আইটেম’ কন্যারা

  একুশে সংবাদ : ছবিতে আইটেম সং শুধু বলিউডেই জনপ্রিয় নন৷ টলিউডও পিছিয়ে নেই আইটেম নাচাগানায়৷ শ্রাবন্তী থেকে শুভশ্রী প্রথমসারির অনেক নায়িকাই পারফর্ম করেছেন আইটেম সংয়ে৷ বরখা বিস্ত সেনগুপ্ত ২০১০ সালে বাংলার দুই নায়ক একজোট হয়েছিলেন ‘দুই পৃথিবী’ র জন্য৷ জিৎ ও দেবের সেই প্রথমবার একসঙ্গে কাজ করা৷ এ ছবির জন্য আইটেম সং কম্পোজ করেচিলেন ঋষি ও সমিধ৷ গানটি ছিল ‘আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারিলাল রে..’৷ গানে পারফর্ম করতে দেখা গিয়েছিল বরখা বিস্ত সেনগুপ্তকে৷ তাঁর সঙ্গে ছিলেন জিৎ ও দেব৷ গানটি গেয়েছিলেন রিচা শর্মা ও আনন্দ রাজ আনন্দ৷ Barkha-Bist শ্রাবন্তী টলিউডের এই প্রথম সারির নায়িকা ‘কোকাকোল’ হয়ে একেবারে মাটিয়ে দিয়েছিলেন৷ ছবির নাম ছিল ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’৷ ছবিতে নায়ক ছিলেন সোহম৷ সমিধ মুখোপাধ্যায়ের কম্পোজিশন বাংলা ছবিতে আইটেম সংয়ের তালিকায় একেবারে উপরের সারিতে থাকবেই৷ গেয়েছিলেন সমিধ নিজে৷ সঙ্গে ছিলেন কল্পনা পটোয়ারি৷ Saraboni শুভশ্রী ‘যতই ঘুড়ি ওড়াও রাতে..লাটাই তো আমার হাতে’-এই গানেই মাত করেছিলেন শুভশ্রী৷ ‘বচ্চন’ ছবিতে নায়িকা হিসেবে নয়,আইটেম সংয়ে পাওয়া গিয়েছিল তাঁকে৷ রাজা চন্দের ছবিতে এ গান কম্পোজ করেছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়৷ গেয়েছিলেন আকৃতি কক্কর ও বিনোদ রাঠোর৷ ShubhaSree মনামী ঘোষ বেশ মজাদার ছবি অনীক দত্তের ‘ভূতের ভবিষ্যৎ’, বাংলা ছবির দুনিয়ায় একটি ল্যান্ডমার্কও বটে৷ এ ছবিতে এক ধামাকাদার আইটেম সংয়ে পাওয়া গিয়েছিল মনামী ঘোষকে৷‘অঙ্গ অঙ্গ মে আগ লাগাই দে’ গানটি গেয়েছিলেন জোজো৷ সঙ্গীত পরিচালনা করেছিলেন রাজানারায়ণ দেব৷ তবে এ গানের দুটো অর্থ ছিল৷ আইটেম সং হলেও এ গান তাই ছিল অন্যমাত্রার৷ বাংলা তো বটেই, হিন্দি ছবিতেও এরকম গান পাওয়া যায়নি৷ manomi পুজা বসু ‘প্রলয়’ ছবিতে আইটেম সংয়ে পারফর্ম করতে দেখা গিয়েছিল তাঁকে৷এ ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী৷ প্রসেনের লিরিকে ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে এ গান গেয়েছিলেন কল্পনা খোলগড়ে৷ puja     একুশে সংবাদ ডটকম/শান্ত/২৭.০৭.০১৫
Link copied!