AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রলীগের নেতৃত্বে সোহাগ-জাকির?


Ekushey Sangbad

১০:৩২ এএম, জুলাই ২৬, ২০১৫
ছাত্রলীগের নেতৃত্বে সোহাগ-জাকির?

একুশে সংবাদ : ছাত্রলীগের নতুন কমিটির নেতৃত্ব নির্বাচনের জন্য আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভোটের আয়োজন করা হচ্ছে। তবে ভোট হলেও প্রাচীনতম এই সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে সিন্ডিকেটের প্রভাবই বহাল থাকছে।   বিভিন্ন সূত্রে জানা গেছে, ভোটের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে সাবেক সভাপতি লিয়াকত শিকদারের পছন্দের প্রার্থীরাই এবারও নেতৃত্বে আসছেন। এই সিন্ডিকেটের নেতারা শনিবার দিনভর বৈঠক করে সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেনের ব্যাপারে একমত হয়েছেন।   গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করতে বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যোগ্য ও মেধাবীদের নেতৃত্বে নিয়ে আসতে।   তবে নেতৃত্ব নির্বাচন নিয়ে রয়েছে এক ধরনের ধোঁয়াশা। প্রতি সম্মেলনেই বলা হয় নেতৃত্ব নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে। শেষ পর্যন্ত ভোট আর হয় না, হয় সমঝোতা।   তবে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।   যোগাযোগ করা হলে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ‘ছাত্রলীগের কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মধ্য উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্বচ্ছ ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত হবেন। আমরা কোনো সিন্ডিকেটে বিশ্বাস করি না। ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।’   এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ডজনখানেকের আলোচিত প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আজিজুল হক রানা, কাজী মেহেদী হাসান দিপু , জাকির হোসেন, শামসুল কবীর রাহাত, আনোয়ার হোসেন আনু, সাইফুর রহমান সোহাগ, এইচ এম আলামিন আহমেদ, গোলাম রাব্বানী, এনায়েত হোসেন রেজা, রাকিব হোসেন, নিজামুল ইসলাম দিদার, দারুস সালাম শাকিল, শারমিন সুলতানা লিলি, আফরিন নুসরাত প্রমুখ।   এদিকে বিভিন্ন সূত্রে অনুসারে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য দুইজনের নাম চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা মাধ্যমের তথ্য মোতাবেক আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে তাদের চূড়ান্ত করেছেন। এছাড়া প্রভাবশালী সিন্ডিকেট ও তাদেরই সমর্থন করেছে বলে জানা গেছে। ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও এই দুই প্রার্থীর উপর আস্থা রাখছেন।   সূত্র জানায়, সভাপতি হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগকে। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাধারণ সম্পাদক ছিলেন। সোহাগ ১/১১ আন্দোলন থেকে শুরু করে ছাত্রলীগের সকল কার্যক্রমেই ছিল সামনের সারিতে ছিলেন। সাংগঠনিক ক্ষেত্রে পরিচ্ছন্ন ইমেজ রয়েছে তার। আওয়ামীলীগ পরিবারের সন্তান সোহাগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে থেকে ইতিমধ্যেই বিভিন্ন সাংগঠনিক কাজে অভিজ্ঞতা ও অর্জন করেছেন।   অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জাকির হোসাইনকে। সিলেটের সন্তান জাকির এর আগে জিয়া হল শাখা ছাত্রলীগের সম্পাদক ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চল থেকে নেতা নির্বাচিত না হওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও চাচ্ছেন সিলেট থেকেই নেতা নির্বাচিত করতে।   এদিকে নতুন কেন্দ্রীয় কমিটির সভানেত্রী হিসেবে শারমিন সুলতানা লিলিকে দায়িত্ব দেয়া হচ্ছে বলেও কোনো কোনো গণমাধ্যমে খবর পাওয়া যাচ্ছে।   শারমিন সুলতানা লিলি ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। দক্ষ সংগঠক ও অক্লান্ত পরিশ্রমের জন্য তার ব্যাপক পরিচিতি রয়েছে। নানা অনুষ্ঠানে লিলিকে দেখতে পেয়ে কাছে ডেকে স্নেহও করেন শেখ হাসিনা।   শুক্রবার রাতে খবর ছড়িয়ে পড়ে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও স্পিকার পদে নারীর পদায়নের প্রেরণা সামনে রেখে ছাত্রলীগের কেন্দ্রীয় সভানেত্রীও করা হবে একজন ছাত্রীকে।   তবে শনিবার প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নির্দেশ দেয়ার পর লিলির নাম আর সে ভাবে আলোচনায় আসছে না।   বৃহত্তর ফরিদপুর থেকে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে একজনের থাকাটা এক ধরনের অলিখিত নিয়ম বলে চলে আসছিল। কিন্তু গত দুই কমিটিতে এ অঞ্চলের কেউ ছিল না। এবার ওই অঞ্চলের সব সাবেক নেতাই তাদের একজন প্রতিনিধি শীর্ষ নেতৃত্বে রাখতে চান। তাদের অনেকের পছন্দ পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। তার বাড়ি মাদারীপুর।   সূত্র জানায়, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ফরিদপুর অঞ্চলের সর্বশেষ শীর্ষ পদধারী লিয়াকত শিকদারের নেতৃত্বাধীন সিন্ডিকেট নতুন সভাপতি হিসেবে সোহাগের বিষয়ে একমত। তবে লিলিকে সভানেত্রী করা হলে সোহাগকে সাধারণ সম্পাদক করতে চান তারা।   ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বৃহস্পতিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।   জানা গেছে, এ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতদের মধ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে পরামর্শ দেন। একুশে সংবাদ ডটকম/শান্ত/২৬.০৭.০১৫
Link copied!