AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় না পাওয়ায় হতাশতো মুশফিক


Ekushey Sangbad

০৫:৩৫ পিএম, জুলাই ২৫, ২০১৫
জয় না পাওয়ায় হতাশতো মুশফিক

চট্টগ্রাম থেকে: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ী টাইগাররা প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের গুটিয়ে দিয়েছিল ২৪৮ রানে। আর বাংলাদেশ করেছে ৩২৬। তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ছিল ৬১ রান। কিন্তু বৃষ্টির কারণে চতুর্থ ও পঞ্চম দিন খেলা পরিত্যক্ত হওয়ায় ম্যাচে গড়িয়েছে ড্র এর দিকে। জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় শনিবার (২৫ জুলাই) সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘জয় না পাওয়ায় হতাশতো অবশ্যই। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মতো একটি দলের সঙ্গে লিড নেওয়া খুব পজেটিভ সাইন ছিল। শেষ দুই দিন খেলা হলে রেজাল্টটা অন্যরকম হতে পারতো। তারপরও পরিবেশের উপর কারো হাত নেই। কিন্তু এ টেস্ট থেকে অনেক কিছু পাওয়ার আছে। যা পরবর্তী টেস্টে আমাদের অনেক সহযোগিতা করবে। তবে সুযোগ বারবার আসে না। জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে অনেক ভালো লাগত। ’ মুশফিক বলেন, ‘প্রথম ইনিংসে তাদেরকে কম রানে অলআউট করা, তাদের বিপক্ষে লিড নেওয়া। এগুলো পজেটিভ সাইন। আমাদের টপ অর্ডার ও অন্যান্য ব্যাটসম্যানরা ভালো খেলেছে। সবাই হয়তো বড় রান করেনি। তবে যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছে। সেদিক থেকে আমাদের অনেক কিছু পাওয়া আছে। ’ টাইগার অধিনায়ক আরো বলেন, ‘এ ধরণের উইকেটে স্পিনাররা অনেক সহযোগিতা পেত। আমাদের ভালোমানের চারজন স্পিনার ছিল। তাই সবাই হতাশ। আমাদের দলের খেলোয়াড়রা ভালো কিছু করার জন্য মুখিয়ে ছিল। বাংলাদেশ দল ওয়ানডেতে ভাল করছে কিন্তু টেস্টে কেন ভালো করতে পারছে না। সেটিও প্রমাণ করার বিষয় ছিল। ’ “একটি টেস্ট ভালো খেলে ভালো কিছু প্রমাণ করতে চাই না। অন্তত ভালো কিছু শুরু করা যেত। খেলোয়াড়রা যদি যার যার অবস্থান থেকে ভালো করে তবে টেস্টেও আমরা ভালো করব। ”
Link copied!