AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আকিজ ফুটওয়্যারের আগুন


Ekushey Sangbad

০৮:১১ পিএম, জুলাই ১৯, ২০১৫
আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আকিজ ফুটওয়্যারের আগুন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার নরসিংহপুরে আকিজ গ্রুপের জুতা তৈরির কারখানা আকিজ ফুটওয়্যারের আগুন আড়াই ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘসময় ধরে আগুনে কারখানার দোতলা ভবনের একাংশ ধসে পড়েছে। তবে, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করছেন, আগুন শিগগির নিয়ন্ত্রণে চলে আসবে। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে বেশ ক’টি ফায়ার সার্ভিস ইউনিট ছুটে আসে। শেষ পর্যন্ত ১৪টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে দায়িত্বরত আশুলিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে ১৪টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। তবে আগুন নেভাতে দমকলকর্মীদের পানি সংকট পোহাতে হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া, পার্শ্ববর্তী কোনো ভবনেও আগুন ছড়ানোর আর কোনো আশঙ্কা নেই। কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত সবাই ঈদের ছুটিতে থাকায় এ অগ্নিকাণ্ডের সময় কেউ কারখানার ভেতরে ছিলেন না। এ কারণে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তাও তৎক্ষণাৎ জানানো হয়নি।
Link copied!