AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯৭ শতাংশ ওষুধ পূরণ করে দেশীয় প্রতিষ্ঠান


Ekushey Sangbad

০২:৫৬ পিএম, জুলাই ৮, ২০১৫
৯৭ শতাংশ ওষুধ পূরণ করে দেশীয় প্রতিষ্ঠান

একুশে সংবাদ : দেশের ৯৭ শতাংশ ওষুধের চাহিদা দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পূরণ করে থাকে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।   দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বুধবার মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।   স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশে ওষুধ একটি দ্রুত বিকাশমান শিল্প সেক্টর। দেশে বর্তমানে ওষুধ উৎপাদকারী প্রতিষ্ঠান থেকে মানসম্পন্ন ওষুধ উৎপাদিত হয় এবং দেশের ৯৭ শতাংশ ওষুধের চাহিদা দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিটিয়ে থাকে।’   তিনি বলেন, ‘২০০৯ সালের জানুয়ারি হতে ২০১৫ সাল পর্যন্ত দেশে বিভিন্ন আমদানিকারকগণ মোট ৩২ কোটি ৩০ লাখ ৭০ হাজার মিলিয়ন টাকার ওষুধ আমদানি করেছে। আমদানি করা এ সব ওষুধ সরকারি-বেসরকারি হাসপাতাল, এভিয়েন ও প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা প্রোগ্রাম, ভিটামিন এ ক্যাম্পেইন, জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রোগ্রামসহ সরকারের অন্যান্য প্রোগ্রামে ব্যবহার করা হয়।’   ভোলা আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ৬০৭টি সরকারি হাসপাতাল রয়েছে। তার মধ্যে ৪২৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যতীত অন্যান্য হাসপাতালের সংখ্যা ৪২টি।’   স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল ৩১টি, বিশেষায়িত হাসপাতাল ২৪টি এবং ৬২টি জেলা হাসপাতালসহ ১৬০টি হাসপাতাল রয়েছে।’   ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ‘২০০৯ সাল হতে বর্তমান পর্যন্ত সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১৮ কোটি ২৬ লাখ ২১ হাজার ৪১২ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ২৪ মাস থেকে পাঁচ বছর বয়সী ১০ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৩৮০ জন শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।’ একুশে সংবাদ/এম/ইয়াসমিন/০৮/০৭/১৫
Link copied!