AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিখোঁজ বাংলাদেশি পরিবার তারা সিরিয়াতেই আছে


Ekushey Sangbad

০৯:৫৭ এএম, জুলাই ৪, ২০১৫
নিখোঁজ বাংলাদেশি পরিবার তারা সিরিয়াতেই আছে

একুশে সংবাদ : ইংল্যান্ডের লুটন শহরের ১২ সদস্যের যে ব্রিটিশ-বাংলাদেশি পরিবার গত দেড় মাস ধরে নিখোঁজ, আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তারা জানিয়েছে, তারা সিরিয়াতেই আছে। নির্ভরযোগ্য সূত্রে বিবিসি এই তথ্য জানতে পেরেছে।   এর আগে ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের পুলিশ বলেছিল, এই পরিবারটি সিরিয়ায় গিয়ে থাকতে পারে বলে যে ধারণা করা হচ্ছে, সেটা তারাও জানে। কিন্তু এই তথ্য সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি।   ঢাকা থেকে শুক্রবার বাংলাদেশের সিলেটে এই নিখোঁজ পরিবারের একজন আত্মীয়ের সঙ্গে আবারও কথা বলেন বিবিসির একজন সাংবাদিক। পরিবারের সবচেয়ে বয়োবৃদ্ধ সদস্য আবদুল মান্নানের ভাই আবদুল লতিফ জানিয়েছেন, মে মাসের শেষ সপ্তাহে তার সঙ্গে এই পরিবারের সর্বশেষ যোগাযোগ হয়েছিল।   তিনি জানান, তার ভাবী মিনারা খাতুন তাকে ফোন করে জানিয়েছিলেন, তারা সবাই ভালো আছেন। তবে তারা কোথায় আছেন সেটা তিনি বলেননি। তিনি আরও জানিয়েছিলেন, তারা একটা ঝামেলার মধ্যে আছেন। সে কারণে আপাতত তাদেরকে সেখানে থাকতে হচ্ছে।   যে টেলিফোন নম্বর থেকে ফোনটি এসেছিল, সেটি কোন দেশের তা বলতে পারেননি আবদুল লতিফ।   উল্লেখ্য, ১২ সদস্যের এই পরিবারটি গত এপ্রিলের দশ তারিখে বাংলাদেশে বেড়াতে যায়। সেখান থেকে তুরস্ক হয়ে তাদের ফিরে আসার কথা ছিল মে মাসের মাঝামাঝি। কিন্তু ১১ মে তুরস্কে নামার পর থেকে পরিবারটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।   বাংলাদেশে রওনা হওয়ার আগের দিন এই পরিবারের লুটনের বাড়িতে পুলিশ তল্লালি চালিয়েছিল সন্ত্রাসদমন আইনের আওতায়। এই পরিবারের মেয়ে ২১ বছর বয়সী রাজিয়া খানুম নিষিদ্ধ ইসলামী গোষ্ঠী ‘আল-মোহাজিরুনের’ সদস্য বলে মনে করা হয়। ওয়েবসাইট একুশে সংবাদ/এম/ইয়াসমিন/০৪/০৭/১৫
Link copied!