AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনেে ননি, জুম্মার দনিে মুসলমানদরে জন্য কি কি করনীয়


Ekushey Sangbad

০৬:৫৩ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
জনেে ননি, জুম্মার দনিে মুসলমানদরে জন্য কি কি করনীয়

নিজস্ব প্রতিবেদকঃ   আসসালামু আলাইকুম, জুম্মাহ মোবারাক আজ আপনাদরে সামনে জুম্মার ফজলিত সর্ম্পকে কছিু দললি পবত্রি কুরআন হাদসি তুলে ধরব। অজানায় হয়ে থাকা ভুল ত্রুটরি জন্য অগ্রমি ক্ষমা চাচ্ছ।ি চলুন হাদীস গুলো এক পলক দখেে আস।ি জুমু’আর ‍দনিরে র্মযাদা: হযরত আবু লুবাবা ইবনে আবদুল মুনযরি (রা:) থকেে র্বণতি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছেনে, জুমু’আর দনি সকল দনিরে সরদার। আল্লাহর নকিট সকল ‍দনিরে চযে়ে র্মযাদাবান। কোরবানীর দনি ও ঈদুল ফতিররে দনিরে চযে়ে বশেী র্মযাদাবান। আবু হুরাইরা (রা:) থকেে র্বণতি, তনিি বলনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেনে: আমরা শষেে এসছেি কন্তিু কযে়ামতরে দনি সকলরে আগে থাকবো। যদওি অন্য সকল জাতগিুলো (ইহুদী ও খৃষ্টান) কে গ্রন্থ দযে়া হয়ছেে আমাদরে র্পূব,ে আমাদরে গ্রন্থ দযে়া হয়ছেে তাদরে পর।ে অত:পর জনেে রাখো এই (জুমার) দনিটি আল্লাহ আমাদরে দান করছেনে। তনিি এ ব্যাপারে আমাদরে সঠকি পথরে দশিা দযি়ছেনে। আর অন্য লোকরো এ ব্যাপারে আমাদরে পছিনে আছ।ে ইহুদীরা জুমার পররে দনি (শনবিার) উদযাপন করে আর খৃষ্টানরো তার পররে দনি (রববিার) উদযাপন কর।ে (র্বণনায়: বুখারী ও মুসলমি) আসুন আমরা জুম্মার দনিে আগে ভাগে মসজদিে যাই, আমি আপনি যদি একটু আগে ভাগে মসজদিে যাই তবে এর জন্য অনকে ফজলিত রয়ছে।ে হাদসিে আছে জুম্মার দনিে আগে ভাগে মসজদিে গলেে দান-খয়রাত বা পশু কুরবানী করার সমতুল্য সওয়াব পাওয়া যায়। আবু হুরায়রা (রাঃ) র্বণতি এক হাদীসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছেনে, “যে ব্যাক্তি জু’আর দনি ফরজ গোসলরে মত গোসল করে প্রথম দকিে মসজদিে হাজরি হয়, সে যনে একটি উট কুরবানী করল, দ্বতিীয় সময়ে যে ব্যাক্তি মসজদিে প্রবশে করে সে যনে একটি গরু কুরবানী করল, তৃতীয় সময়ে যে ব্যাক্তি মসজদিে প্রবশে করল সে যনে একটি ছাগল কুরবানী করল। অতঃপর চর্তুথ সময়ে যে ব্যাক্তি মসজদিে গলে সে যনে একটি মুরগী কুরবানী করল। আর পঞ্চম সময়ে যে ব্যাক্তি মসজদিে প্রবশে করল সে যনে একটি ডমি কুরবানী করল। অতঃপর ইমাম যখন বরেযি়ে এসে মম্বিরে বসে গলেনে খুৎবার জন্য, তখন ফরেশেতারা লখো বন্ধ করে খুৎবা শুনতে বসে যায়।” (বুখারীঃ ৮৮১, ইফা ৮৩৭, আধুনকি ৮৩০) যে ব্যাক্তি আদব রক্ষা করে জুম’আর সালাত আদায় করে তার প্রতটিি পদক্ষপেরে বনিমিয়ে তার জন্য পুরো এক বছররে রোজা পালন এবং রাত জগেে তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব লখিা হয়। আউস বনি আউস আস সাকাফী (রাঃ) থকেে র্বণতি, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছেনে: “জুমা’আর দনি যে ব্যাক্তি গোসল করায় (র্অথাৎ সহবাস কর,ে ফলে স্ত্রী ফরজ গোসল করে এবং) নজিওে ফরজ গোসল কর,ে র্পূবাহ্ণে মসজদিে আগমন করে এবং নজিওে প্রথম ভাগে মসজদিে গমন কর,ে পায়ে হঁেটে মসজদিে যায় (র্অথাৎ কোন কছিুতে আরোহণ করে নয়), ইমামরে কাছাকাছি গযি়ে বস,ে মনোযোগ দযি়ে খুৎবা শোন,ে কোন কছিু নযি়ে খলে তামাশা করে না; সে ব্যাক্তরি প্রতটিি পদক্ষপেরে জন্য রয়ছেে বছরব্যাপী রোজা পালন ও সারা বছর রাত জগেে ইবাদত করার সমতুল্য সওয়াব।” (মুসনাদে আহমাদঃ ৬৯৫৪, ১৬২১৮) আপনারা খযে়াল করলে দখেবনে আমরা যখন মসজদিে যাই তখন সখোনে তনি ধরনরে মানুষ দখেতে পাই, যা হুজুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নম্নিোক্ত হাদসি দ্বারা প্রমাণতি হয়: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছেনে, “জুম’আর সালাতে তনি ধরনরে লোক হাজরি হয়। (ক) এক ধরনরে লোক আছে যারা মসজদিে প্রবশেরে পর তামাশা কর,ে তারা বনিমিয়ে তামাশা ছাড়া কছিুই পাবে না। (খ) দ্বতিীয় আরকে ধরনরে লোক আছে যারা জুম’আয় হাজরি হয় সখোনে দু’আ মুনাজাত কর,ে ফলে আল্লাহ যাকে চান তাকে কছিু দনে আর যাকে ইচ্ছা দনে না। (গ) তৃতীয় প্রকার লোক হল যারা জুম’আয় হাজরি হয়, চুপচাপ থাক,ে মনোযোগ দযি়ে খুৎবা শোন,ে কারও ঘাড় ডঙ্গিযি়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দযে় না, তার দুই জুম’আর মধ্যর্বতী ৭ দনি সহ আরও তনিদনি যোগ করে মোট দশ দনিরে গুনাহ খাতা আল্লাহ তায়ালা মাফ করে দনে।” (আবু দাউদঃ ১১১৩) যে সকল মসলমান জুম’আর নামাজ অত্যন্ত আদবরে প্রতি লক্ষ্য রখেে আদায় কর,ে সইে সকল আদায়কারীদরে জন্য দুই জুম’আর মধ্যর্বতী সময় গুনাহরে কাফফারা স্বরূপ। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছেনে, “পাঁচ বলো সালাত আদায়, এক জুম’আ থকেে পরর্বতী জুম’আ, এক রমজান থকেে পরর্বতী রমজানরে মধ্যর্বতী সময়ে হয়ে যাওয়া সকল (সগীরা) গুনাহরে কাফফারা স্বরূপ, এই র্শতে য,ে বান্দা কবীরা গুনাহ থকেে নজিকেে বাঁচযি়ে রাখব।ে” (মুসলমিঃ ২৩৩) জুমু’আর দনিে কছিু করণীয় কাজ নচিে দযে়া হলো: ফজররে আগে গোসল করা। ফজররে ফরজ নামাজ়ে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তলিাওয়াত করা। উত্তম পোষাক পরধিান করা। সুগন্ধি লাগানো। প্রথম ওয়াক্তে মসজদিে যাওয়া। সূরা কাহফ তলিাওয়াত করা। মসজদিে গযি়ে কমপক্ষে দুই রাকা’আত সুন্নত আদায় করা। ইমামরে কাছাকাছি গযি়ে বসা। মনযোগ দযি়ে খুৎবাহ শোনা। খুৎবাহ চলাকালীন সময়ে কোন ধরনরে কোন কথা না বলা; এমনকি কাউকে কথা বলতে দখেলে তাকে কথা বলতে বারণ করাও কথা বলার শামলি। দুই খুৎবাহর মাঝরে সময়ে দু’আ করা। অন্য সময়ে দু’আ করা। কারণ এদনি দু’আ কবুল হয়। রসূলরে উপর সারাদনি বশেী বশেী দরূদ পাঠানো। জুমু’আর দনিরে পাঁচটি বশৈষ্ট্যি: এই দনিে আদম (আ:)-কে সৃষ্টি করা হয়ছে।ে এই দনিে আল্লাহ্ তা’আলা আদম (আ:)-কে দুনযি়াতে নামযি়ে দযি়ছেনে। এই দনিে আদম (আ:) মৃত্যুবরণ করছেনে। এই দনিে এমন একটি সময় রয়ছে,ে যে সময়ে হারাম ছাড়া যে কোন জনিসি র্প্রাথনা করলে আল্লাহ তা প্রদান করনে। এই দনিে কযি়ামত সংঘটতি হব।ে তাই আসমান, যমীন ও আল্লাহর সকল নকৈট্যশীল ফরেশেতা জুমু’আর দনিকে ভয় কর।ে (ইবনে মাজাহ্, মুসনাদে আহমদ) আপনি প্রতদিনি জামাতে সব সালাত আদায় করছনে তো ?? সুবহান আল্লাহ । আজ জুম্মাবার ।
Link copied!